মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, কূটনৈতিক পথে প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমারের গুলি চালানোর কারণ ব্যাখ্যা করেছে কোস্টগার্ড। মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, ছয়টি ট্রলারে থাকা ৫৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে, মিয়ানমার নৌবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন এবং একজন ঘটনাস্থলেই মারা যান।
ঢাকা ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। এ ঘটনায় সীমান্তের নিকটবর্তী এলাকায় এমন আক্রমণকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশিদের ওপর মিয়ানমারের গুলির কারণ জানালো কোস্টগার্ড।
মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলে নিহতের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ।
জেলে হত্যায় মায়ানমারকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা।
হয়েছে।
0 Comments